রমাদানে ২০ টি ভুল:
১.রমাদানের চাঁদ তালাশ না করা।
২. অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা, ইবাদতের প্রস্তুতি না নেওয়া।
৩.বাচ্চাদের রোজা রাখতে বারণ করা।
৪.নিয়তের দুআ পড়াকে জরুরী মনে করা।
৫. অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে পাপ থেকে রক্ষা না করা।
৬.রোজা থাকাবস্থায় মেসওয়াক করা যায় না ভাবা।
৭.সাহরী খেতে খেতে আযান পর্যন্ত নিয়ে যাওয়া।আযানের ৫/৭ মিনিট আগে সাহরী শেষ করা উচিত।
৮.গোসল ফরজ অবস্থায় সাহরী খাওয়া যায় না ভাবা।
৯.সাহরী খেতে না পারলে রোজা হবে না ভেবে রোজা না রাখা।
১০.সাহরীতে খেজুর না খাওয়া।
১১.সাহরী সময়ে দুআ না করা।
১২.মুখের থুথু গেলা যায় না ভাবা।
১৩.ফজরের পরপর ঘুমিয়ে যাওয়া।ইশরাকের পর ঘুমোতে যাওয়া ভালো।
১৪.মাগরিবের সময় (ইফতারের সময়) আজানের জবাব না দেওয়া। ইফতারের ফাঁকে ফাঁকে জবাব দিব, ইনশাআল্লাহ্।
১৫.তারাবীহতে তাড়াহুড়ো করা।এতে তারাবীহর মান নষ্ট হয়।
১৬.রোজা থেকে ফোন,টিভিতে সময় নষ্ট করা।
১৭.যে ব্যক্তি ইফতার করায় তার জন্য দুআ না করা।
১৮.রমাদানের শেষ দশকে ইতিকাফ না করা। পরিবারের সদস্যদের রাতের ইবাদতের জন্য জাগিয়ে না দেওয়া।
১৯.শপিংয়ে সময় নষ্ট করা।শেষ দশক ইবাদতের সময়। এ সময় শপিংয়ে সময় নষ্ট না করে বেশি বেশি ইবাদত করবো, ইনশাআল্লাহ্
২০.ফিতরা সঠিক সময়ে আদায় না করা। ঈদুল ফিতরের নামাযের পর দান করলে তা সাধারণ সাদকা হবে,ফিতরা আদায় হবে না।
~শাইখ আহমাদুল্লাহ্ (হাফি.)